মাইধাইয়া ইউনিয়ন- মাধাইয়া ইউনিয়নটি ঢাকা চট্রগ্রাম রোডের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া নামক ষ্টেশনের ১০০গজ দক্ষিনে অবস্থিত। উক্ত ইউপিতে চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা আসনসহ মোট ৯জন গণপ্রতিনিধ/মেম্বার আছেন। আর কর্মচারী মধ্যে রয়েছেন একজন সচিব ও একজন দফাদারসহ ১০ গ্রাম পুলিশ যারা প্রহরী কাজে নিয়োজিত।
মাধাইয়া তথ্য ও সেবা কেন্দ্র- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গত ১১ নভেম্বর ২০১০ইং সালে সাধারণ মানুষের দৌর গোড়ায় তথ্য সেবা পৌছে দেবার জন্য ইউনিয়ন তথ্য সেবা নামে প্রকল্পটি চালূ করেন। তাতে যে সুবিধাদী পাওয়া যায় তা হলো
১। অনলাইন জন্ম নিবন্ধন
২। অনলাইন মৃত্যু নিবন্ধন
৩। ইমেইল ইন্টার সার্ভিস
৪। ভিডিও ফোন/ সরাসরি কথা বলার সুবিধা।
৫। সকল প্রকার নাগরিক সুবিধা
৬। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির সুবিধা সহ অন্যান্য নাগরিক সকল সুবিধাদী পাওয়া যায়।
তাতো একজন প্রধান উদ্যোক্তা ও একজন সহকারী উদ্যোক্তা কর্মরত আছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS